CLUBS FOR STUDENTS

SPONDON | EMC Social Welfare Club


প্রতিবারের মতো এবারও এনাম মেডিকেল কলেজের "স্পন্দন সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব" তীব্র শীতে গরীব-অভাবীদের মাঝে উষ্ণতা পৌছায় দিতে "শীত বস্ত্র বিতরণ কর্মসূচি" শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ ডিসেম্বর , ২০২৫ তারিখে কলেজ কনফারেন্স রুমে হাসপাতাল ও কলেজের স্টাফদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সূচনা করেন এনাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মোতাহার হোসেন ভূইয়া স্যার। এ সময় আরো উপস্থিত ছিলেন হসপিটাল ম্যানেজমেন্ট কমিটি এবং মেডিকেল কলেজ কমিটির সম্মানিত পরিচালকবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ।


Members