Application for MBBS Admission

Instructions for filling MBBS admission application form for Bangladeshi students

Read the instructions then fill the form


১. ফরম পূরন করার আগে অবশ্যই বিকাশ / নগদ ০১৯৭৪-৬৪৫৫৫৫ (এজেন্ট) নম্বরে ১,০০০/= টাকা ক্যাশআউট করতে হবে। প্রয়োজনে ট্রান্সজেকশন মোবাইল নম্বর ও আইডি নোট করে রাখতে পারেন। ১ম ধাপেই ট্রান্সজেকশন এর তথ্যাদি দিতে হবে। সঠিকভাবে পেমেন্টের তথ্যাদি না প্রদান করলে আবেদনপত্রটি বাতিল বলিয়া গন্য হইবে।
২. আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২০০x২০০px ও স্বাক্ষর ২৫০x৫০px স্ক্যান করে নিতে হবে এবং আবেদন পত্রে আপলোড করতে হবে।
৩. আবেদনকারীকে ২ ধাপে আবেদন করতে হবে।
১ম ধাপঃ Apply Now বাটনে ক্লিক করে সাধারন তথ্য ও পেমেন্টের তথ্যাদি দিয়ে Save & Next বাটনে ক্লিক করতে হবে। নমুনা দেখতে ক্লিক করুন।
২য় ধাপঃ ব্যাক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য, ছবি ও স্বাক্ষর আপলোড করে Final Submit বাটনে ক্লিক করতে হবে। নমুনা দেখতে ক্লিক করুন।
৪. ফরম পূরন শেষ হলে ভালোভাবে চেক করে Final Submit বাটনে ক্লিক করতে হবে। Final Submit বাটনে ক্লিক করার পরে কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না।
৫. Money Receipt বাটনঃ আপনার আবেদন পত্রটি কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে গ্রহন করার পরে আপনি আপনার টাকা জমার রশিদ দেখতে পাবরেন।
৬. View Result বাটনঃ কলেজ কর্তৃপক্ষ রেজাল্ট পাবলিষ্ট করলে আপনার ফলাফল ও ভর্তির তারিখ দেখতে পারবেন।
৭. বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 01712553712 / 01711788750 নম্বরে।